উত্তর মহাসাগর (Arctic Ocean)

 

উত্তর মহাসাগর 

পৃথিবীতে যে পাঁচটি মহাসাগর রয়েছে তার মধ্যে আয়তনে সবচেয়ে ছোট মহাসাগর উত্তর মহাসাগর। 

ইংরেজিতে এটিকে বলা হয় Arctic Ocean. IHO (International Hydrographic Organization)এটিকে 

মহাসাগরের স্বীকৃতি দিলেও বিশেষজ্ঞদের অনেকে এটিকে মহাসাগর না বলে সাগর বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ 

করেন। উত্তর মহাসাগরের অবস্থান পৃথিবীর একেবারে উত্তর প্রান্তে।আর এ কারণে মহাসাগরটি ’সুমেরু’ 

মহাসাগর নামে পরিচিতি পেয়েছে।তবে কোনো কোনো সমুদ্রবিদ এটিকে সুমেরু ভূমধ্যসাগর বলে থাকেন। 

তাদের মতে এটি আটলান্টিক মহাসাগরের একটি ভূমধ্যসাগর।

 

অবস্থান

উত্তর মহাসাগর মোটামুটি একটি বৃত্তাকার বেসিন জুড়ে অবস্থিত। এটি ইউরেশিয়া, উত্তর আমেরিকা, গ্রিনল্যান্ড 

এবং একাধিক দ্বীপ দ্বারা বেষ্টিত।বেরিং প্রণালী দ্বারা এ মহাসাগর প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত। গ্রীনল্যান্ড সাগর 

ও ল্যাব্রাডর সাগর আটলান্টিক মহাসাগরের সঙ্গে উত্তর মহাসাগর এর সংযোগ রক্ষা করেছে। মহাসাগরটির কিছু 

অংশ প্রায় সারা বছর বরফে আবৃত থাকে।আর শীতের সময় তাই প্রায় পুরো মহাসাগর টি ঢেকে যায় বরফে। 

পৃথিবীর বাকি চারটি মহা সাগরের চেয়েও মহাসাগরের পানি লবণাক্ত পরিমাণ কম।  বছরের বিভিন্ন সময়ে এর 

পরিমাণ এর তারতম্য পরিলক্ষিত হয়।

 

আকার আয়তন

উত্তর মহাসাগরের আয়তন ১,৪০,৫৬,০০০ বর্গ কিলোমিটার। মহাসাগর গুলোর মধ্যে এটি আয়তনে সবচেয়ে 

ক্ষুদ্রতম এবং এর গভীরতা মহাসাগরের তুলনায় কম।মহাসাগর তীর সর্বোচ্চ গভীরতা ৫,৬২৫ মিটার।

 

সাগর

বিউফোর্ট, গ্রিনল্যান্ড, নরওয়েজীয়, চুকচি, লাপ্তেভ, পূর্ব সাইবেরিয়া, শ্বেত, লিংকন, কারা, ব্যারেন্টস, পেচোয়া, 

ওয়ান ডেল,প্রিন্স গুপ্তাভ অ্যাডল্ফ।

 

উপসাগর

হার্ডসন, বাফিন, জেমস, অ্যামুন্ডসেন। 

 

 





Post a Comment

Previous Post Next Post