বিপদ সংকেতে সর্বদা লাল রং ব্যবহার করা হয় কেন? (Why is red always used in danger signals?)

 

বিপদ সংকেতে সর্বদা লাল রং ব্যবহার করা হয় কেন? 

বিভিন্ন বস্তুর রং বিভিন্ন হয় কেন প্রশ্নটিই আমাদের সবার মনে জেগে থাকে। আমরা এটা জানি যে সূর্যের চেয়ে 

আলো আমাদের কাছে আসে সেটি দেখতে সাদা কিন্তু এই সাদা রং এর মধ্যে রয়েছে সাতটি রং এর মিশ্রণ। এই

 রং গুলো হল বেগুনি, আসমানী, নীল, সবুজ, হলুদ, কমলা, ও লাল। এই সাতটি রং আমরা সাধারণত রংধনুতে

 দেখতে পারি। 

আমরা যদি সূর্যের আলোকে কোন প্রিজম এর মাধ্যমে অতিক্রম করিয়া দেখি তাহলে দেখতে পারব যে এখানে 

সাতটি রঙের মিশ্রণ রয়েছে। তুমি মনে করে একটি কমলা খাচ্ছ, কমলা দেখতে হলুদ। তার কারণ এগুলো সূর্যের

 আলোয় শুধু হলুদ রংটি প্রতিফলিত করে এবং বাকি সব রং কে শোষণ করে নেয়। কোন বস্তু বর্ণালীর সাতটি 

বর্ণের মধ্যে যে বর্ণটি প্রতিফলিত করে তাকে ওই বর্ণের দেখায়।তাই এ  প্রতিফলন এর ভিত্তিতেই বিভিন্ন বস্তুর রং

 বিভিন্ন হয়।

কারণঃ

দৃশ্যমান আলোর সাতটি বর্ণের মধ্যে লাল আলো তরঙ্গদৈর্ঘ্য সর্বাপেক্ষা বেশি এবং বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যাবার 

পথে এর বিক্ষেপণ কম বলে লাল আলো অনেক দূর পর্যন্ত বিস্তার লাভ করতে পারে। আর বেশি দূর হতে এটা 

দৃষ্টিগোচর হয় বলে বিপদ সংকেতে লাল রং লাল আলো ব্যবহৃত হয়।

 

 


 

 

 

 

 

 

 

 


Post a Comment

Previous Post Next Post