কোন বস্তু কালো দেখায় কেন? (Why does an object look black?)

 

কোন বস্তু কালো দেখায় কেন?

বিভিন্ন বস্তুর রং বিভিন্ন হয় কেন প্রশ্নটিই আমাদের সবার মনে জেগে থাকে। আমরা এটা জানি যে সূর্যের চেয়ে আলো

 আমাদের কাছে আসে সেটি দেখতে সাদা কিন্তু এই সাদা রং এর মধ্যে রয়েছে সাতটি রং এর মিশ্রণ। এই রং গুলো 

হল বেগুনি, আসমানী, নীল, সবুজ, হলুদ, কমলা, ও লাল। এই সাতটি রং আমরা সাধারণত রংধনুতে দেখতে পারি। 


আমরা যদি সূর্যের আলোকে কোন প্রিজম এর মাধ্যমে অতিক্রম করিয়া দেখি তাহলে দেখতে পারব যে এখানে সাতটি

 রঙের মিশ্রণ রয়েছে। তুমি মনে করে একটি কমলা খাচ্ছ, কমলা দেখতে হলুদ। তার কারণ এগুলো সূর্যের আলোয় 

শুধু হলুদ রংটি প্রতিফলিত করে এবং বাকি সব রং কে শোষণ করে নেয়। কোন বস্তু বর্ণালীর সাতটি বর্ণের মধ্যে যে 

বর্ণটি প্রতিফলিত করে তাকে ওই বর্ণের দেখায়।তাই এ  প্রতিফলন এর ভিত্তিতেই বিভিন্ন বস্তুর রং বিভিন্ন হয়।


 

বর্ণালী সাতটি বর্ণের মধ্যে প্রতিফলিত বর্ণই বস্তুর রং নির্ধারণ করে। কিন্তু সবগুলো বর্ণ শোষিত হয়ে কোন বর্ণ 

প্রতিফলিত না হলে বস্তু কালো দেখায় ।


Post a Comment

Previous Post Next Post